আসসালামু আলাইকুম ,শুভ বাংলা নববর্ষ ll আবহমান বাংলার চিরাচরিত প্রথা অনুযায়ী যুগ যুগ ধরে বাংলা বছর কে স্বাগত জানানো হয় তার নিজস্ব আঙ্গিকে ,প্রকৃতি সেজে উঠে অপুরূপ সৌন্দর্যে আর সেই শুভক্ষণ কে আরো শুভময় করতে গতকাল বাংলাদেশী পরিবারের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়ে গেলো ঈদ পুনর্মিলন এবং বাংলা বর্ষবরণ ll Oulu তে বসবাসরত শতাধিক প্রিয় মানুষ এর প্রনোচ্ছল সমাগমে সংস্কৃতি অনুষ্ঠান ,বাঙালির মজার খানাপিনা ,গেম শো ,পুরস্কার বিতরণী ছিল অনুষ্ঠানের প্রাণ l সবার আন্তরিক প্রচেষ্টায় আর কঠোর পরিশ্রম আমাদের দিন শেষে বাঙালি সংস্কৃতি কে ধরে রাখতে সাহায্য করে , দর্শক -শ্রোতা সহ প্রোগ্রামের সাথে জড়িত প্রত্যেকটা সম্মানীয় সদস্য কে জানাই ধন্যবাদ ❤️l সামনের দিন গুলো সবার জীবন ভোরে উঠুক সুখ ,সম্মৃদ্ধি আর অবিরাম ভালোবাসায় l Together,we are stronger স্লোগানকে সামনে রেখে আগামীর পথ চলায় এভাবেই আপনাদের সহযোগিতা একান্ত কাম্য l
আপনাদের জন্যই এ আয়োজন, ভালো থাকবেন ,সবাইকে আবারো আন্তরিক ধন্যবাদ ধন্যবাদন্তে , Oulun Arctic Tigers RY
সবাই কে অনেক অনেক ধন্যবাদ ঈদ গেটটুগেটার পার্টি তে অংশগ্রহণ করার জন্য l সবার আন্তরিক সহযোগিতায় অনুষ্ঠানটি ভালো ভাবে সম্পন্ন হয়েছে আলহামদুলিল্লাহ l যারা আসতে পারেননি তাদের কে আমরা missed করেছি l ইনশাল্লাহ পরবর্তী কোন প্রোগ্রামে দেখা হবে so stay tuned