আসসালামুআলাইকুম।
আহলান, সাহলান, মাহে রমাদান!!!
সৃষ্টিকর্তার অশেষ রহমতে দেখতে দেখতে আরেকটি মহিমান্বিত রমজান মাস আমরা পেতে যাচ্ছি, আলহামদুল্লিলাহ💝💝।
আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে Oulu সেন্ট্রাল মসজিদে Oulun Arctic Tigers (বাংলাদেশী পরিবার, অউলু) এবারের বাংলাদেশিদের ইফতার আয়োজনে অংশগ্রহণ করবে। ইনশাআল্লাহ, আমাদের উপর অর্পিত দায়িত্বের অংশটুকু যথার্থভাবে পালনে আমরা সচেষ্ট থাকব।
ইফতারের তারিখ: ১৭ই মার্চ (রবিবার)
স্থান: Oulu সেন্ট্রাল মসজিদ (Linnankatu 23, 90100 Oulu)
#ইফতারের_কস্ট_কন্ট্রিবিউশন!!!
যেহেতু সওয়াব মূখ্য তাই কস্ট কন্ট্রিবিউশন সাদাকাহ হিসেবে সামর্থ্য (0 – অসংখ্য) অনুযায়ী কন্ট্রিবিউট করতে অনুরোধ করা হচ্ছে।
[আগামী ১৩ই মার্চ এর মধ্যে ইফতারির কস্ট কন্ট্রিবিউশনের জন্য সবাইকে বিনীত অনুরোধ জানাচ্ছি]
Account no. FI23 1107 3501 0154 36
Account name: Md Tito
MobilePay: +358451356163
Message: Sadaqah for Iftar of Bangladeshis’
আর্থিক সাদাকার পাশাপাশি ইফতারের ফুড আইটেম (হোম মেইড) দিয়েও অংশগ্রহণ করতে পারেন। আপনার প্রস্তুতকৃত ফুড আইটেম ইফতার আয়োজনে পৌঁছাতে সহযোগিতার জন্য যোগাযোগ করুন:
@Helal Hossain (+358442449197)
এই ইফতার আয়োজনে বাংলাদেশী পরিবারের সকল সদস্যের উপস্থিতি কামনা করছি।
সবাইকে অসংখ্য ধন্যবাদ।
আসসালামু আলাইকুম, সবাইকে বসন্তের শুভেচ্ছা 😊l শীতের জরাজীর্ণতা কাটিয়ে ঋতুরাজ বসন্তের আগমনী বার্তা প্রকৃতিতে নিয়ে আসে এক নতুন সূচনা, যদিও উত্তর গোলার্ধে আবহাওয়ার বৈরীতা শীত -বসন্তের পার্থক্য বুঝতে দেয়না কিন্তু আমরা বাঙালি আর বাঙালির আবেগ পৃথিবীর যেকোনো প্রান্ত থেকেই জানান দেয় “আমরা বাঙালি সংস্কৃতির বাহক ” আর তারই ধারাবাহিকতা গতকাল সবার হাস্যউজ্জল মিলনমেলায় অনুষ্ঠিত হয়ে গেলো “বসন্ত উৎসব ” l হাসি -আনন্দ ,নাচ-গান ,গেইম শো ,বাঙালিয়ানায় খানা পিনা , আরও কত গল্প-কথা l Oulun Arctic Tigers পরিবারের সকল সদস্য কে জানাই আন্তরিক ধন্যবাদ ,আপনাদের প্রত্যেকটা নিবেদন ভালোবাসা ও ,কঠোর পরিশ্রমের জন্যই আমরা এমন সুযোগ বার বার উপভোগ করতে পারি l একটা প্রোগ্রাম আয়োজনের পিছনে সাংস্কৃতিক শিল্পীবৃন্দ , সাজসজ্জা ,দর্শক -শ্রোতা ,পরিকল্পনা ,খাবার প্রস্তুত -পরিবেশন ,পরিচালনা -পর্যালোচনা সব দিক মিলিয়ে সকল কলা- কৌশলীদের নিঃস্বার্থ অবদানের জন্য আরও একবার অন্তরস্থল থেকে জানাই বিশেষ ধন্যবাদ 🙏❤️, আশা করি পরবর্তী দিন গুলোতে আমরা সবাই এক জন আর একজনের কাঁধ হয়েই বাঁচবো ইনশাআল্লাহ l সামনের পবিত্র মাহে রমজান এবং ঈদ প্রোগ্রামের অপেক্ষায় শুরু হোক এবারের দিন গোনা ,,,,,,,,,,,,,____
ভালো থাকবেন ,ধন্যবাদ সবাইকে 😊
🌟 প্রিয় সুধী, আসসালামু আলাইকুম/ আদাব/নমস্কার 🌟
শীতের সমাপ্তিতে বসন্তের আবির্ভাব ঘটে। এসময়ে মৃতপ্রায় বৃক্ষ জেগে উঠে নতুন স্পন্দনে, পাখির কলতানে ভরে উঠে প্রকৃতি, মনে জাগে উদ্দীপনার উচ্ছ্বাস। বাংলা বর্ষপঞ্জি অনুসারে ফাল্গুনের প্রথম দিনে ‘বসোন্তৎসব’ এর আয়োজন করা হয়ে থাকে। এরই ধারাবাহিকতায় আমরা “বসন্ত বরণ উৎসব ২০২৪- নতুন প্রাণের স্পন্দনে!” উদযাপনের জন্য একত্রিত হওয়ার আনন্দে উদ্ভাসিত।
আগামী ১০ ফেব্রুয়ারী, শনিবার; Oulun Arctic Tigers Ry – এর আয়োজনে, এই অনন্য উৎসবে আপনাদের সবার উপস্থিতি আমাদের জন্য অমূল্য।
📍 স্থান: NAPA restaurant, Linnanma
⏰ সময়: বিকাল ৪ টা থেকে রাত ১০টা
📅 অনুষ্ঠানের ক্রমসূচি:
অভ্যর্থনা এবং আসন গ্রহণ: বিকাল ৪ টা থেকে ৫ টা (১৬:০০ – ১৭:০০)
সাংস্কৃতিক পর্ব: বিকেল ৫ টা থেকে ৭:০০ টা (১৭:০০ – ১৯:০০)
খেলার আসর: সন্ধ্যা ৬:৩০ থেকে রাত ৮ টা (১৮:৩০ – ২০:০০)
নৈশ ভোজ: রাত ৮ টা থেকে ৯ টা (২০:০০ – ২১:০০)
অনুষ্ঠান সমাপ্তি: রাত ১০ টা (২২:০০)
চাঁদার পরিমাণঃ ২০২৩ এ আগতদের জন্য ৩ ইউরো, আর উক্ত বছরের আগে যারা এসেছেন তাদের জন্য ৭-১০ ইউরো।
আশা করি, সকলের উপস্থিতিতে মুখরিত হয়ে উঠবে নাপা অঙ্গন, ফিনিশীয় শীতে লেগে যাবে বসন্তের ছোঁয়া।
ধন্যবাদ ! 🙂
আসসালামু আলাইকুম ও আদাব,
দেখতে দেখতে ২০২৩ এর শেষ প্রান্তে চলে এসেছি আমরা।
প্রত্যেকেরই বছরজুড়ে জমে রয়েছে কত শত স্মৃতি আর মনে রাখার মুহূর্ত ।
এই স্মৃতিগুলোকে পুনরুজ্জীবিত করার লক্ষ্যে “Oulun arctic Tigers” আয়োজন করেছে “মোবাইল ফটোগ্রাফি কনটেস্ট – ২০২৪ “।
গ্রুপের সবাই কে এই কনটেস্টে অংশগ্রহণকৃত সকলকে অনুরোধ করা হচ্ছে, বছরজুড়ে নিজের মুঠোফোনে ধারণকৃত পছন্দের ছবির তালিকা থেকে ১ অথবা ২ টি ছবি কন্টেস্টে সাবমিট করার জন্য।
কন্টেস্টে অংশ নেওয়ার নিয়মাবলী:
১) অবশ্যই নিজের তোলা ছবি হতে হবে। ( মোবাইল ফোন বা ক্যামেরা)
২) ছবির বিষয়বস্তু হতে পারে প্রকৃতি, দেশ বিদেশ, মজার মুহূর্ত, Abstract theme ইত্যাদি। একজন প্রতিযোগী সর্বোচ্চ দুইটি ছবি আপলোড করতে পারবেন।
(* ছবিতে বিষয়বস্তু যদি কোন ব্যক্তি হয়ে থাকেন, তাহলে তার অনুমতি সাপেক্ষে ছবিটি গ্রুপে পোস্ট করা যাবে।)
৩) যেভাবে পোস্ট করবেন :
– #photo_contest_2023
– ছবির বিষয়বস্ত ( এক বা দুই লাইনে সংক্ষিপ্ত বিবরণ)
– Device : ( যে মোবাইল বা ক্যামেরায় তোলা, তার নাম)
– স্থান, তারিখ :
এই format টি Maintain করে এই FB গ্রুপে পোস্ট করার জন্য অনুরোধ করা যাচ্ছে।।
December 16 marks Bangladesh’s Victory Day, commemorating the nation’s liberation in 1971. This day signifies the triumph of resilience over oppression and pays homage to those who sacrificed for independence. Celebrated nationwide with parades and ceremonies, it is a moment to reflect on our history, honor our heroes, and unite in the spirit of patriotism. Happy Victory Day! 🇧🇩 #Bangladesh #VictoryDay
The Cake Festival took place on December 6, 2023, at the premises of the University of Oulu campus. The event attracted a total of 200 participants who had the opportunity to savor 25 different types of cakes, all served free of charge. It proved to be a delightful day for both newcomers and the Bengali community. Additionally, it was heartening to see the presence of international community members, adding to the diversity and enjoyment of the festival.
We arranged a Khichuri party at Oulu Money House. We cooked together and enjoyed Khichuri with chicken, salad, and drinks. A special thanks to the newcomers who put in a lot of effort in cooking