Oulun Arctic Tigers Ry-এর সম্মানিত সদস্যবৃন্দ,
ক্লাবের সাংবিধানিক বাধ্যবাধকতা ও General Meeting-এ সদস্যদের গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী ফুটবল ও ক্রিকেট দলের অধিনায়ক, সহ-অধিনায়ক, ও টিম ম্যানেজার-২০২৪-২০২৫ নির্বাচনের ভোট গ্রহণ নির্বাচনী ইশতেহার অনুসারে আগামীকাল মঙ্গলবার নিম্নে উল্লেখিত স্থান ও সময়ে অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন কতৃক ভোটার লিস্ট প্রকাশিত হয়েছে। যারা ভোটার নন তারা কি কারনে ভোটার নন সেটা pdf ফাইলে স্পষ্ট করা হয়েছে। যথাসময়ে উপস্থিত হয়ে ভোটারগণ আপনাদের মূল্যবান ভোট দিন এবং যোগ্য অধিনায়ক, সহ-অধিনায়ক, ও টিম ম্যানেজার নির্বাচিত করুন।
নির্বাচনের স্থান ও সময়:
স্থান: Heinäpään jalkapallohalli (ফুটবলের indoor stadium), Nuttasaarentie 12, 90400, Oulu.
তারিখ: আগামীকাল মঙ্গলবার (21 MAY 2024)
সময়ঃ 8pm – 10pm
পাশাপাশি প্রীতি ফুটবল খেলা চলবে। ভোট গ্রহণ ও খেলা শেষে নৈশ ভোজে সবাই আমন্ত্রিত।
ধন্যবাদ