Sports Election Announcement 2024

Oulun Arctic Tigers Ry-এর সদস্যবৃন্দ,
Football-Oulun Arctic Tigers এবং Cricket-Oulun Arctic Tigers এর সকল সদস্যগনকে জানানো যাচ্ছে যে, উভয় দলের অধিনায়ক (Captain), সহ-অধিনায়ক (Vice-Captain), এবং ব্যাবস্থাপক (Manager) নির্বাচনের কার্যক্রম গৃহীত হয়েছে। উল্লেখিত প্রার্থীগণ দুইটি বিভাগে নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হবেন।

বিভাগ-১: Captain, এবং Vice-Captain (সর্বোচ্চ ভোট পাওয়া প্রার্থী Captain নির্বাচিত হবেন, এবং দ্বিতীয় সর্বোচ্চ ভোট পাওয়া প্রার্থী Vice-Captain নির্বাচিত হবেন)

বিভাগ-২: Manager (সর্বোচ্চ ভোট পাওয়া প্রার্থী Manager নির্বাচিত হবেন)

প্রার্থিতার জন্য আগ্রহী সম্মানিত সদস্যদেরকে উপরোক্ত বিভাগ অনুযায়ী প্রার্থিতা ঘোষণা করার অনুরোধ জানানো হচ্ছে। উল্লেখ্য যে, একজন প্রার্থী কেবলমাত্র একটি বিভাগেই প্রার্থিতা ঘোষণা করতে পারবেন। আগ্রহী প্রার্থীগণকে নিম্নোক্ত ইমেইলে (election2024.sportsarctictiger@gmail.com) প্রার্থিতার আগ্রহ জানানোর অনুরোধ করা হচ্ছে। ইমেইলের subject-এ কোন বিভাগের জন্যে আগ্রহী সেটা উল্লেখ করতে হবে। এবং ইমেইলের বডিতে প্রার্থীর পূর্ণ নাম লিখতে হবে।

প্রার্থিতা ঘোষণার ই-মেইল পাঠানোর শেষ তারিখ ও সময়:
১৯।০৫।২০২৪, রবিবার ১১:৫৯pm (23:59 hours, Finnish Time)

নির্বাচনের স্থান ও তারিখ:
স্থানঃ Heinäpään jalkapallohalli (ফুটবলের indoor stadium), Nuttasaarentie 12, 90400, Oulu, Finland.
তারিখঃ ২১।০৫।২০২৪, মঙ্গলবার (21.05.2024, Tuesday)
সময়ঃ ০৮:০০pm -১০:০০pm (20:00-22:00 hours Finnish Time)

অনুরোধক্রমে,
নির্বাচন কমিশন
Captain, Vice-Captain, Manager নির্বাচন-২০২৪
Oulun Arctic Tigers Ry
Oulu, Finland