Sports Election -2024 result

অভিনন্দন Oulun Arctic Tigers Ry ফুটবল এবং ক্রিকেট টিমের নতুন নির্বাচিত captain, vice-captain, ও team manager কে। গণতান্ত্রিক ও গ্রহণযোগ্য একটি নির্বাচন পরিচালনার জন্যে নির্বাচন কমিশনকে ধন্যবাদ।
Nuruzzaman Faruk (Team Manager- Football)
Ifta Khairul Bashar Taz (Captain- Football)
Minhaz Murad (Vice-Captain- Football)

Faysal Hossain (Team Manager- Cricket)
Shamil Arfan Tuhin (Captain- Cricket)
Tanvir Ahammed (Vice-Captain- Cricket)

Read more →

Announcement for Sports

Oulun Arctic Tigers Ry-এর সম্মানিত সদস্যবৃন্দ,
ক্লাবের সাংবিধানিক বাধ্যবাধকতা ও General Meeting-এ সদস্যদের গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী ফুটবল ও ক্রিকেট দলের অধিনায়ক, সহ-অধিনায়ক, ও টিম ম্যানেজার-২০২৪-২০২৫ নির্বাচনের ভোট গ্রহণ নির্বাচনী ইশতেহার অনুসারে আগামীকাল মঙ্গলবার নিম্নে উল্লেখিত স্থান ও সময়ে অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন কতৃক ভোটার লিস্ট প্রকাশিত হয়েছে। যারা ভোটার নন তারা কি কারনে ভোটার নন সেটা pdf ফাইলে স্পষ্ট করা হয়েছে। যথাসময়ে উপস্থিত হয়ে ভোটারগণ আপনাদের মূল্যবান ভোট দিন এবং যোগ্য অধিনায়ক, সহ-অধিনায়ক, ও টিম ম্যানেজার নির্বাচিত করুন।

নির্বাচনের স্থান ও সময়:
স্থান: Heinäpään jalkapallohalli (ফুটবলের indoor stadium), Nuttasaarentie 12, 90400, Oulu.
তারিখ: আগামীকাল মঙ্গলবার (21 MAY 2024)
সময়ঃ 8pm – 10pm

পাশাপাশি প্রীতি ফুটবল খেলা চলবে। ভোট গ্রহণ ও খেলা শেষে নৈশ ভোজে সবাই আমন্ত্রিত।
ধন্যবাদ

Read more →

Sports Election Announcement 2024

Oulun Arctic Tigers Ry-এর সদস্যবৃন্দ,
Football-Oulun Arctic Tigers এবং Cricket-Oulun Arctic Tigers এর সকল সদস্যগনকে জানানো যাচ্ছে যে, উভয় দলের অধিনায়ক (Captain), সহ-অধিনায়ক (Vice-Captain), এবং ব্যাবস্থাপক (Manager) নির্বাচনের কার্যক্রম গৃহীত হয়েছে। উল্লেখিত প্রার্থীগণ দুইটি বিভাগে নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হবেন।

বিভাগ-১: Captain, এবং Vice-Captain (সর্বোচ্চ ভোট পাওয়া প্রার্থী Captain নির্বাচিত হবেন, এবং দ্বিতীয় সর্বোচ্চ ভোট পাওয়া প্রার্থী Vice-Captain নির্বাচিত হবেন)

বিভাগ-২: Manager (সর্বোচ্চ ভোট পাওয়া প্রার্থী Manager নির্বাচিত হবেন)

প্রার্থিতার জন্য আগ্রহী সম্মানিত সদস্যদেরকে উপরোক্ত বিভাগ অনুযায়ী প্রার্থিতা ঘোষণা করার অনুরোধ জানানো হচ্ছে। উল্লেখ্য যে, একজন প্রার্থী কেবলমাত্র একটি বিভাগেই প্রার্থিতা ঘোষণা করতে পারবেন। আগ্রহী প্রার্থীগণকে নিম্নোক্ত ইমেইলে (election2024.sportsarctictiger@gmail.com) প্রার্থিতার আগ্রহ জানানোর অনুরোধ করা হচ্ছে। ইমেইলের subject-এ কোন বিভাগের জন্যে আগ্রহী সেটা উল্লেখ করতে হবে। এবং ইমেইলের বডিতে প্রার্থীর পূর্ণ নাম লিখতে হবে।

প্রার্থিতা ঘোষণার ই-মেইল পাঠানোর শেষ তারিখ ও সময়:
১৯।০৫।২০২৪, রবিবার ১১:৫৯pm (23:59 hours, Finnish Time)

নির্বাচনের স্থান ও তারিখ:
স্থানঃ Heinäpään jalkapallohalli (ফুটবলের indoor stadium), Nuttasaarentie 12, 90400, Oulu, Finland.
তারিখঃ ২১।০৫।২০২৪, মঙ্গলবার (21.05.2024, Tuesday)
সময়ঃ ০৮:০০pm -১০:০০pm (20:00-22:00 hours Finnish Time)

অনুরোধক্রমে,
নির্বাচন কমিশন
Captain, Vice-Captain, Manager নির্বাচন-২০২৪
Oulun Arctic Tigers Ry
Oulu, Finland

Read more →