Cricket after a long break 2024

সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ যারা তাদের মূল্যবান সময় ম্যানেজ করে আজকের খেলায় উপস্থিত হয়েছেন। আজকের সর্বমোট উপস্থিতি ছিল 18 জন। তবে কমিটির পক্ষ থেকে আমরা দুঃখিত যে, কিছুটা ছোট পরিসরে খেলা দেরিতে শুরু করতে হয়েছে যথাসময়ে খেলার উপকরণের হদিস না পাওয়ার কারনে। আলহামদুলিল্লাহ, শেষ মুহূর্তে কিছু উপকরণের হদিস পেতে আমরা সক্ষম হয়েছি। আমরা আশা করি এবং আশ্বস্ত করতে চাই ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার পুনরাবৃত্তি হবে না। সবাইকে আবারো আন্তরিক ধন্যবাদ।