আসসালামু আলাইকুম, সবাইকে বসন্তের শুভেচ্ছা 😊l শীতের জরাজীর্ণতা কাটিয়ে ঋতুরাজ বসন্তের আগমনী বার্তা প্রকৃতিতে নিয়ে আসে এক নতুন সূচনা, যদিও উত্তর গোলার্ধে আবহাওয়ার বৈরীতা শীত -বসন্তের পার্থক্য বুঝতে দেয়না কিন্তু আমরা বাঙালি আর বাঙালির আবেগ পৃথিবীর যেকোনো প্রান্ত থেকেই জানান দেয় “আমরা বাঙালি সংস্কৃতির বাহক ” আর তারই ধারাবাহিকতা গতকাল সবার হাস্যউজ্জল মিলনমেলায় অনুষ্ঠিত হয়ে গেলো “বসন্ত উৎসব ” l হাসি -আনন্দ ,নাচ-গান ,গেইম শো ,বাঙালিয়ানায় খানা পিনা , আরও কত গল্প-কথা l Oulun Arctic Tigers পরিবারের সকল সদস্য কে জানাই আন্তরিক ধন্যবাদ ,আপনাদের প্রত্যেকটা নিবেদন ভালোবাসা ও ,কঠোর পরিশ্রমের জন্যই আমরা এমন সুযোগ বার বার উপভোগ করতে পারি l একটা প্রোগ্রাম আয়োজনের পিছনে সাংস্কৃতিক শিল্পীবৃন্দ , সাজসজ্জা ,দর্শক -শ্রোতা ,পরিকল্পনা ,খাবার প্রস্তুত -পরিবেশন ,পরিচালনা -পর্যালোচনা সব দিক মিলিয়ে সকল কলা- কৌশলীদের নিঃস্বার্থ অবদানের জন্য আরও একবার অন্তরস্থল থেকে জানাই বিশেষ ধন্যবাদ 🙏❤️, আশা করি পরবর্তী দিন গুলোতে আমরা সবাই এক জন আর একজনের কাঁধ হয়েই বাঁচবো ইনশাআল্লাহ l সামনের পবিত্র মাহে রমজান এবং ঈদ প্রোগ্রামের অপেক্ষায় শুরু হোক এবারের দিন গোনা ,,,,,,,,,,,,,____
ভালো থাকবেন ,ধন্যবাদ সবাইকে 😊
