Iftar-2024

আসসালামুআলাইকুম।
আহলান, সাহলান, মাহে রমাদান!!!
সৃষ্টিকর্তার অশেষ রহমতে দেখতে দেখতে আরেকটি মহিমান্বিত রমজান মাস আমরা পেতে যাচ্ছি, আলহামদুল্লিলাহ💝💝।

আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে Oulu সেন্ট্রাল মসজিদে Oulun Arctic Tigers (বাংলাদেশী পরিবার, অউলু) এবারের বাংলাদেশিদের ইফতার আয়োজনে অংশগ্রহণ করবে। ইনশাআল্লাহ, আমাদের উপর অর্পিত দায়িত্বের অংশটুকু যথার্থভাবে পালনে আমরা সচেষ্ট থাকব।

ইফতারের তারিখ: ১৭ই মার্চ (রবিবার)
স্থান: Oulu সেন্ট্রাল মসজিদ (Linnankatu 23, 90100 Oulu)

#ইফতারের_কস্ট_কন্ট্রিবিউশন!!!
যেহেতু সওয়াব মূখ্য তাই কস্ট কন্ট্রিবিউশন সাদাকাহ হিসেবে সামর্থ্য (0 – অসংখ্য) অনুযায়ী কন্ট্রিবিউট করতে অনুরোধ করা হচ্ছে।

[আগামী ১৩ই মার্চ এর মধ্যে ইফতারির কস্ট কন্ট্রিবিউশনের জন্য সবাইকে বিনীত অনুরোধ জানাচ্ছি]

Account no. FI23 1107 3501 0154 36
Account name: Md Tito
MobilePay: +358451356163
Message: Sadaqah for Iftar of Bangladeshis’

আর্থিক সাদাকার পাশাপাশি ইফতারের ফুড আইটেম (হোম মেইড) দিয়েও অংশগ্রহণ করতে পারেন। আপনার প্রস্তুতকৃত ফুড আইটেম ইফতার আয়োজনে পৌঁছাতে সহযোগিতার জন্য যোগাযোগ করুন:
@Helal Hossain (+358442449197)

এই ইফতার আয়োজনে বাংলাদেশী পরিবারের সকল সদস্যের উপস্থিতি কামনা করছি।
সবাইকে অসংখ্য ধন্যবাদ।

Read more →

General Meeting Announcement

আসসালামু আলাইকুম ,

২০২৪ সালের দ্বিতীয় General Meeting (GM)-এ বাংলাদেশী পরিবারের সম্মানিত সকল সদস্যদের উপস্থিতির অনুরোধ জানাচ্ছি।

তারিখ: ২৭ই ফেব্রুয়ারী ২০২৪ (মঙ্গলবার)
সময়: 18:00 – 19:30 (Finnish time)
স্থান: UniOulu R-গেট

Read more →

বসন্ত উৎসব

আসসালামু আলাইকুম, সবাইকে বসন্তের শুভেচ্ছা 😊l শীতের জরাজীর্ণতা কাটিয়ে ঋতুরাজ বসন্তের আগমনী বার্তা প্রকৃতিতে নিয়ে আসে এক নতুন সূচনা, যদিও উত্তর গোলার্ধে আবহাওয়ার বৈরীতা শীত -বসন্তের পার্থক্য বুঝতে দেয়না কিন্তু আমরা বাঙালি আর বাঙালির আবেগ পৃথিবীর যেকোনো প্রান্ত থেকেই জানান দেয় “আমরা বাঙালি সংস্কৃতির বাহক ” আর তারই ধারাবাহিকতা গতকাল সবার হাস্যউজ্জল মিলনমেলায় অনুষ্ঠিত হয়ে গেলো “বসন্ত উৎসব ” l হাসি -আনন্দ ,নাচ-গান ,গেইম শো ,বাঙালিয়ানায় খানা পিনা , আরও কত গল্প-কথা l Oulun Arctic Tigers পরিবারের সকল সদস্য কে জানাই আন্তরিক ধন্যবাদ ,আপনাদের প্রত্যেকটা নিবেদন ভালোবাসা ও ,কঠোর পরিশ্রমের জন্যই আমরা এমন সুযোগ বার বার উপভোগ করতে পারি l একটা প্রোগ্রাম আয়োজনের পিছনে সাংস্কৃতিক শিল্পীবৃন্দ , সাজসজ্জা ,দর্শক -শ্রোতা ,পরিকল্পনা ,খাবার প্রস্তুত -পরিবেশন ,পরিচালনা -পর্যালোচনা সব দিক মিলিয়ে সকল কলা- কৌশলীদের নিঃস্বার্থ অবদানের জন্য আরও একবার অন্তরস্থল থেকে জানাই বিশেষ ধন্যবাদ 🙏❤️, আশা করি পরবর্তী দিন গুলোতে আমরা সবাই এক জন আর একজনের কাঁধ হয়েই বাঁচবো ইনশাআল্লাহ l সামনের পবিত্র মাহে রমজান এবং ঈদ প্রোগ্রামের অপেক্ষায় শুরু হোক এবারের দিন গোনা ,,,,,,,,,,,,,____
ভালো থাকবেন ,ধন্যবাদ সবাইকে 😊

Read more →