বসন্ত বরণ উৎসব ২০২৪-

🌟 প্রিয় সুধী, আসসালামু আলাইকুম/ আদাব/নমস্কার 🌟
শীতের সমাপ্তিতে বসন্তের আবির্ভাব ঘটে। এসময়ে মৃতপ্রায় বৃক্ষ জেগে উঠে নতুন স্পন্দনে, পাখির কলতানে ভরে উঠে প্রকৃতি, মনে জাগে উদ্দীপনার উচ্ছ্বাস। বাংলা বর্ষপঞ্জি অনুসারে ফাল্গুনের প্রথম দিনে ‘বসোন্তৎসব’ এর আয়োজন করা হয়ে থাকে। এরই ধারাবাহিকতায় আমরা “বসন্ত বরণ উৎসব ২০২৪- নতুন প্রাণের স্পন্দনে!” উদযাপনের জন্য একত্রিত হওয়ার আনন্দে উদ্ভাসিত।

আগামী ১০ ফেব্রুয়ারী, শনিবার; Oulun Arctic Tigers Ry – এর আয়োজনে, এই অনন্য উৎসবে আপনাদের সবার উপস্থিতি আমাদের জন্য অমূল্য।

📍 স্থান: NAPA restaurant, Linnanma
⏰ সময়: বিকাল ৪ টা থেকে রাত ১০টা
📅 অনুষ্ঠানের ক্রমসূচি:
অভ্যর্থনা এবং আসন গ্রহণ: বিকাল ৪ টা থেকে ৫ টা (১৬:০০ – ১৭:০০)
সাংস্কৃতিক পর্ব: বিকেল ৫ টা থেকে ৭:০০ টা (১৭:০০ – ১৯:০০)
খেলার আসর: সন্ধ্যা ৬:৩০ থেকে রাত ৮ টা (১৮:৩০ – ২০:০০)
নৈশ ভোজ: রাত ৮ টা থেকে ৯ টা (২০:০০ – ২১:০০)
অনুষ্ঠান সমাপ্তি: রাত ১০ টা (২২:০০)

চাঁদার পরিমাণঃ ২০২৩ এ আগতদের জন্য  ইউরো, আর উক্ত বছরের আগে যারা এসেছেন তাদের জন্য ৭-১০ ইউরো।

আশা করি, সকলের উপস্থিতিতে মুখরিত হয়ে উঠবে নাপা অঙ্গন, ফিনিশীয় শীতে লেগে যাবে বসন্তের ছোঁয়া।

ধন্যবাদ ! 🙂