আসসালামু আলাইকুম ও আদাব,
দেখতে দেখতে ২০২৩ এর শেষ প্রান্তে চলে এসেছি আমরা।
প্রত্যেকেরই বছরজুড়ে জমে রয়েছে কত শত স্মৃতি আর মনে রাখার মুহূর্ত ।
এই স্মৃতিগুলোকে পুনরুজ্জীবিত করার লক্ষ্যে “Oulun arctic Tigers” আয়োজন করেছে “মোবাইল ফটোগ্রাফি কনটেস্ট – ২০২৪ “।
গ্রুপের সবাই কে এই কনটেস্টে অংশগ্রহণকৃত সকলকে অনুরোধ করা হচ্ছে, বছরজুড়ে নিজের মুঠোফোনে ধারণকৃত পছন্দের ছবির তালিকা থেকে ১ অথবা ২ টি ছবি কন্টেস্টে সাবমিট করার জন্য।
কন্টেস্টে অংশ নেওয়ার নিয়মাবলী:
১) অবশ্যই নিজের তোলা ছবি হতে হবে। ( মোবাইল ফোন বা ক্যামেরা)
২) ছবির বিষয়বস্তু হতে পারে প্রকৃতি, দেশ বিদেশ, মজার মুহূর্ত, Abstract theme ইত্যাদি। একজন প্রতিযোগী সর্বোচ্চ দুইটি ছবি আপলোড করতে পারবেন।
(* ছবিতে বিষয়বস্তু যদি কোন ব্যক্তি হয়ে থাকেন, তাহলে তার অনুমতি সাপেক্ষে ছবিটি গ্রুপে পোস্ট করা যাবে।)
৩) যেভাবে পোস্ট করবেন :
– #photo_contest_2023
– ছবির বিষয়বস্ত ( এক বা দুই লাইনে সংক্ষিপ্ত বিবরণ)
– Device : ( যে মোবাইল বা ক্যামেরায় তোলা, তার নাম)
– স্থান, তারিখ :
এই format টি Maintain করে এই FB গ্রুপে পোস্ট করার জন্য অনুরোধ করা যাচ্ছে।।