আসসালামু আলাইকুম ও আদাব, দেখতে দেখতে ২০২৩ এর শেষ প্রান্তে চলে এসেছি আমরা। প্রত্যেকেরই বছরজুড়ে জমে রয়েছে কত শত স্মৃতি আর মনে রাখার মুহূর্ত । এই স্মৃতিগুলোকে পুনরুজ্জীবিত করার লক্ষ্যে “Oulun arctic Tigers” আয়োজন করেছে “মোবাইল ফটোগ্রাফি কনটেস্ট – ২০২৪ “।
গ্রুপের সবাই কে এই কনটেস্টে অংশগ্রহণকৃত সকলকে অনুরোধ করা হচ্ছে, বছরজুড়ে নিজের মুঠোফোনে ধারণকৃত পছন্দের ছবির তালিকা থেকে ১ অথবা ২ টি ছবি কন্টেস্টে সাবমিট করার জন্য।
কন্টেস্টে অংশ নেওয়ার নিয়মাবলী:
১) অবশ্যই নিজের তোলা ছবি হতে হবে। ( মোবাইল ফোন বা ক্যামেরা)
২) ছবির বিষয়বস্তু হতে পারে প্রকৃতি, দেশ বিদেশ, মজার মুহূর্ত, Abstract theme ইত্যাদি। একজন প্রতিযোগী সর্বোচ্চ দুইটি ছবি আপলোড করতে পারবেন।
(* ছবিতে বিষয়বস্তু যদি কোন ব্যক্তি হয়ে থাকেন, তাহলে তার অনুমতি সাপেক্ষে ছবিটি গ্রুপে পোস্ট করা যাবে।)
৩) যেভাবে পোস্ট করবেন :
– #photo_contest_2023 – ছবির বিষয়বস্ত ( এক বা দুই লাইনে সংক্ষিপ্ত বিবরণ) – Device : ( যে মোবাইল বা ক্যামেরায় তোলা, তার নাম) – স্থান, তারিখ :
এই format টি Maintain করে এই FB গ্রুপে পোস্ট করার জন্য অনুরোধ করা যাচ্ছে।।
December 16 marks Bangladesh’s Victory Day, commemorating the nation’s liberation in 1971. This day signifies the triumph of resilience over oppression and pays homage to those who sacrificed for independence. Celebrated nationwide with parades and ceremonies, it is a moment to reflect on our history, honor our heroes, and unite in the spirit of patriotism. Happy Victory Day! 🇧🇩 #Bangladesh #VictoryDay
The Cake Festival took place on December 6, 2023, at the premises of the University of Oulu campus. The event attracted a total of 200 participants who had the opportunity to savor 25 different types of cakes, all served free of charge. It proved to be a delightful day for both newcomers and the Bengali community. Additionally, it was heartening to see the presence of international community members, adding to the diversity and enjoyment of the festival.