আসসালামু আলাইকুম ,
গত বছরের মতো আমাদের এবারের শীতকালীন ফুটবল ম্যাচ অনেক উদ্দীপনা এবং আনন্দঘন পরিবেশের মধ্যে দিয়ে শুরু হয়েছে আলহামদুলিল্লাহ
l এবারের সেশনে অনেক নতুন ভাই -ব্রাদার খেলায় অংশগ্রন করছেন তাদের কে অসংখ্য ধন্যবাদ
,আর যারা বিভিন্ন কাজের ব্যস্ততায় আসতে পারেন নি ,আশা করি আগামী দিনে দেখা হবে ইনশাআল্লাহ l


*** প্রত্যেক শুক্রবার রাত 9 ঘটিকা থেকে 10 ঘটিকা পর্যন্ত খেলা চলবে ,
স্থান : Heinäpään jalkapallohalli,Sports complex · Nuottasaarentie 12.
এবং ,ফুটবল ম্যাচ এর সাথে সাথে আমাদের ক্রিকেট টুর্নামেন্ট ও শুরু হবে আগামী রবিবার সকাল 9 ঘটিকা থেকে 11 ঘটিকা পর্যন্ত l
স্থানঃ Ouluhallintie 20, 90130 Oulu.*
Oulun Arctic Tigers এর সকল সদস্য বৃন্দ আমরা একটা পরিবারের মতো সুতারং সবাই চেষ্টা করবো নিজেরদের গতানুগতিক ব্যস্ত জীবনধারা থেকে বের হয়ে স্বতঃস্ফূর্ত ভাবে ক্রীড়াঙ্গন কে আরো আনন্দমুখর করতে
l

ইনশাআল্লাহ দেখা হবে সবার সাথে পরবর্তী ম্যাচ এ
সার্বিক তত্ত্বাবধায়নে
মো:হেলাল হোসেন এবং
মো:মেহেদী হাসান টিটো


