Finn-Bangla Football Tournament 2023

Assalamu Alaikum. Alhamdulillah, our Fin-Bengali Tournament has come to an end. Despite intense competition in this tournament, we couldn’t make it to the semifinals due to a stroke of bad luck, even after playing well in each match.

Among the four matches, two ended in a draw, and in two matches, we fell behind with a score of 1-0. If our outstanding six shots had found the goalpost, the result could have been different. Nevertheless, we are very satisfied with our performance, and with a fulfilled heart, we are returning to Oulu.

From the club’s side, we express gratitude to every member who participated in this tournament, dedicating their time and effort. Further thanks go to all Oulu residents who, in various ways, consistently followed our games and conveyed their good wishes.

আসসালামু আলাইকুম। 

ইতোমধ্যে আলহামদুলিল্লাহ আমাদের ফিন-বাংলা  টুর্নামেন্টের পরিসমাপ্তি হলো।

প্রচন্ড প্রতিদ্বন্দিতামূলক এ টুর্নামেন্টে প্রত্যেকটি ম্যাচ  ভালো খেলার পরেও ভাগ্য সহায়ক না হওয়ার কারণে আমরা সেমিফাইনাল খেলতে পারিনি। 

চারটি খেলার মধ্যে দুটোতে ড্র এবং দুটি ম্যাচে মাত্র ১-০ গোলে প্রতিপক্ষ এগিয়ে যায়। আমাদের দুর্দান্ত ৬ টি শর্ট গোলপোস্টে লেগে ফিরে না আসলে ফলাফল অন্যরকম হতে পারতো। 

যাই হোক আমরা আমাদের পারফরমেন্সে খুবই সন্তুষ্ট এবং উৎফুল্ল মনে আমরা ওলু ফিরে আসছি। 

ক্লাবের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি প্রত্যেকজন সদস্যকে যারা সময়-সুযোগ করে এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছেন। আরো ধন্যবাদ জানাচ্ছি  সকল ওলুবাসীকে যারা ওলু থেকে বিভিন্নভাবে প্রতিনিয়ত আমাদের খেলার খোজখবর নিয়েছেন এবং শুভ কামনা জানিয়েছেন।

 

 
 
 
Read more →